টি স্টলের নারী দর্শক

টি স্টলের নারী দর্শক

এতো গভীর মনোযোগ; সিনেমা চলছিলো সেটা বুঝতেই পারছিলাম কিন্তু কার?? জানার আগ্রহ হলো শুধু এই ভদ্রমহিলার কঠিন মনযোগ দেখে। মান্নার সিনেমা চলছিলো। ২০ বছর আগের কল্পনাতীত বিষয় আজ একদম স্বাভাবিক। ভদ্রমহিলার এভাবে বসে সিনেমা দেখার চিত্রে সবচেয়ে বড় ক্রেডিট টি স্টলের পুরুষগুলোর। কারণ তারা ওই ভদ্রমহিলার জন্য কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি করে নি। পরিবর্তন হোক ভালোর জন্য।