পঞ্চগড় এক্সপ্রেস এবং আমার হতাশা

পঞ্চগড় এক্সপ্রেস এবং আমার হতাশা

নাটোর থেকে ঢাকা ফেরার পথে রেলে আমার প্রথম পছন্দ থাকে পঞ্চগড় এক্সপ্রেস। কারণ দুটি; সন্ধ্যা পৌনে ছয়টায় ছাড়ে আর নাটোরের পরে এই ট্রেনের কোনো স্টপেজ নাই ( ক্রসিং এ পড়লে দাঁড়ায় শুধু)।

উন্নত মানে ইন্দোনেশিয়ার রেক দিয়ে ট্রেনটি চালানো হতো। কিন্তু আজ উঠে দেখলাম নিম্নমানের ইন্ডিয়ান কোচ দিয়ে ট্রেন চালানো হচ্ছে। কারণ নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। জিল্লুল হাকিম আসার পর এমনটা হয়েছিলো। যে ঘটনা বছরের শুরুতে শুনেছিলাম, সেটা আজ উপভোগ (!) করলাম।